Subtitles

মেয়েরা যারা সময়ের মধ্য দিয়ে চলে গেছে: মুভি – EMSubtitle

হাসি-কান্না, আনন্দ-বেদনায় পরিপূর্ণ অসংখ্য ঘটে যাওয়া ঘটনা তৈরি করে নানান রকম স্মৃতি। আর এসব স্মৃতি নিয়েই মানুষের জীবন। মাঝেমধ্যে এমন মনে হয় যদি কখনও পুরনো আনন্দের সময়গুলোকে আবার ফিরে পাওয়া যেত!!! যদিও জানি যে, “Time waits for no one” তবুও মন যে বড়ই অবুঝ। কখনও যদি সময় এর পিছনে যাওয়ার কোনও সুযোগ থাকত, definitely আমি যেতাম।

আচ্ছা থাকগে, নিজের কথা বাদ দেই। আজকে “মাকোতো” (আমি কিন্তু পরিচালক মাকোতো শিনকাই এর কথা বলছি না) নামের এমন এক মেয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি যার আছে এক অদ্ভুত ক্ষমতা। সেটা হলো, সে সময় এর পিছনে লাফিয়ে যেতে পারে, সোজা বাংলায় যাকে “সময় পরিভ্রমন” বা “time travel” বলে। যদিও এই ক্ষমতা টা সে জন্মগতভাবে পায়নি, accidentally পেয়েছিল।

কিন্তু, এভাবে সময়ের পিছনে যাওয়ার পরিণতি কি আসলেই ভালো? উমম্নিজেই দেখে নিন। মুভিটার জাপানি নাম হলো, (“時をかける少女”) “Toki o Kakeru Shōjo” মুভির স্ক্রিনপ্লে + প্রতিটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে এমন মনে হচ্ছিল যেন ভীষণ রকম হাইপার হয়ে গেছি। ভীষণ রকম টেনশনে পড়ে গেছিলাম মুভিটা দেখার সময় যে কি হবে কি হবে এমন। আর মুভির যে হিরো “চিয়াকি” আমার নতুন অ্যানিমে ক্রাশ🙈🙈😍

এই পরিচালক এর মুভিগুলো প্রত্যেকটাই যেন একেকটা মাস্টারপিস

উফ্ছেলেটার গোলাপি চুল + মাকোতোর প্রতি তার যে ফিলিংস সেটার বহিঃপ্রকাশ দেখেই আমি ক্রাশ খেয়েছি। 😌🙈 তবে মুভির শেষ দিকে “চিয়াকি”র আসল পরিচয় জানতে পেরে আমি বেশ বড়সড় রকমের ধাক্কা খেয়েছি। আমি ভাবতেও পারিনি, চিয়াকি আসলে!!! (দুঃখিত, স্পয়লার হয়ে যাবে)

  • Movie name: The Girl Who Leapt Through Time
  • Genre: Animation, Sci-fi, Romance, Mystery, Adventure, Comedy, Family
  • Runtime: 98 minutes
  • Rotten Tomato Rating: 88
  • IMDB Rating: 78
  • Personal rating: 10
  • Year: 2006
  • Country: Japan
  • Language: English, Japanese
  • Director : Mamoru Hosoda
  • Writer : Satoko Okudera

Based on : ‘The Girl Who Leapt Through Time’ নামের একটা উপন্যাস যেটা লিখেছেন “Yasutaka Tsutsui”

মিয়াযাকির পরেই যদি ফেভারিট অ্যানিমে পরিচালক এর নাম জিজ্ঞাসা করা হয় তাহলে আমি মামোরু-সান এর নামই বলবো। এই পরিচালক এর মুভিগুলো প্রত্যেকটাই যেন একেকটা মাস্টারপিস। যেমন – Wolf children, Mirai, Boy and the beast ইত্যাদি।

মুভিটা ইউটিউবে পাওয়া যাবে

আমিও সেখান থেকেই দেখেছি। আর পরে ডাউনলোড করে বাংলা সাবটাইটেল দিয়ে নিজের মায়ের ভাষায় উপভোগ করেছি। সত্যি বলতে কি কিছু কিছু সিন ভালো করে বোঝার জন্য বিসাব খুবই গুরুত্বপূর্ণ। এই মুভিটা দেখে আমি যখনই আইএমডিবি আর রোটেন টমেটো রেটিং দেখলাম তখনই মনে হলো মুভিটা বেশ আচ্ছারকম Underrated। এটার রেটিং আরও বেশি হওয়া উচিত ছিল। মুভিটা আমার কাছে চরম ধরনের ভালো লেগেছে। আশা করি, আপনাদেরও মুভিটা ভালো লাগবে। Happy watching 😊😊

  • Movie name: The Cat Returns
  • Genre: Animation, Adventure, Comedy, Family, Romance, Fantasy
  • Runtime: 75 minutes
  • Rotten Tomato Rating: 90
  • IMDB Rating: 73
  • Personal rating: 95
  • Year: 2002
  • Country: Japan
  • Language: English, Japanese
  • Director: Hiroyuki Morita
  • Writer: Reiko Yoshida

Based on: ‘The Cat Returns’ নামের একটা Manga comic যেটা লিখেছেন “Aoi Hiiragi.”

মনে করুন, আপনি নিজের জীবন বাজি রেখে কোনো একটা অবলা ছোট্ট বিড়ালের প্রাণ বাঁচালেন। হঠাত্ ই দেখলেন, সেই বিড়াল টা মানুষের মতোন উঠে দাঁড়িয়ে আপনাকে কুর্নিশ করে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।
কি!!! নিশ্চয়ই মনে হচ্ছে আমি মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে আবোলতাবোল বকছি, তাই ত?😹😹

Relax!! আমি কথা বলছি The cat returns মুভি সম্পর্কে। মুভিটার জাপানি নাম হলো 猫の恩返し (“Neko no Ongaeshi”) যার মানে করলে দাঁড়ায় The Cat’s Repayment
স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বিড়ালের কৃতজ্ঞতার গল্প নিয়েই এই মুভির কাহিনী।

Studio Ghibliর এক অনবদ্য সৃষ্টি এই মুভিটা। মুভির স্ক্রিনপ্লে আমার দারুণ পছন্দ হয়েছে। আর মুভির হিরো Baron এর প্রতি আমি ক্রাশিত😻😻 যদিও ব্যারন কে Whisper of the heart মুভিতে প্রথম দেখা গেছিল, তবে এই মুভিতে ব্যারন কে সক্রিয় ভাবে উপস্থিত থাকতে দেখে ভীষণ ভালো লেগেছে।

সে না থাকলে পুরো মুভিটাই নিরামিষ লাগত

মুভিটা দেখার সময় অজান্তেই যেন মুখ থেকে বেরিয়ে গেছিল আমার”Baron is soooo COOL🔥🔥” উফ্ ব্যারনের heroic attitude, dress up মোদ্দা কথা পুরো appearance টা ই আমার কাছে অসাধারণ লেগেছে। আর বিড়ালদের যে আলাদা জগত আছে আর তারা যে সেখানে একেবারে মানুষের মতোন থাকে, এই মুভিটা না দেখলে ত বুঝতে ই পারতাম না। খালি মনে হচ্ছিল, এরকম ডিজিটাল বিড়ালের জগত আমি আগে কখনও দেখি নাই😸😹

সবথেকে Muta নামের মোটা বিড়ালটার কাজকর্ম আমার কাছে বেশি funny লেগেছে। সে না থাকলে পুরো মুভিটাই নিরামিষ লাগত। তবে একটা শিক্ষণীয় জিনিস দেখানো হয়েছে এই অ্যানিমেতে। আর সেটা হলো যে, কোনও অবলা নিরীহ জন্তুকে কখনও কোনওভাবে দয়া করলে সেই kindness এর কথা তারা আজীবন মনে রাখে, কৃতজ্ঞ থাকে। কিন্তু আমরা মানুষেরাই আসলে জঘন্য প্রাণী, বেঈমান।

Tsuji Ayano র লেখা, সুরে আর কণ্ঠে এই গানটাকে মুভির এন্ডিং সং হিসেবে ব্যবহার করা হয়েছে। গানটার মধ্যে আমি ভীষণ রকম মজা পেয়েছি। জাপানি লিরিক তেমন বুঝি না, কিন্তু সুরের যে মূর্ছনা সেটাই দারুণ লেগেছে। বিশেষত প্রথমে একটা একটা করে অ্যাকাউস্টিক গিটার তারপর বেস গিটার, বাঁশি সব মিলিয়ে পুরো অর্কেস্ট্রাটা ই একেবারে মনে গেঁথে গেছে।👌👌

এই মুভির হিরোইন Haruর ভয়েস দিয়েছে আমার খুব ই প্রিয় একজন অভিনেত্রী Anne Hathaway যাকে Interstellar মুভিতে Dr Brand; Alice in Wonderland মুভিতে White Queen; The dark knight trilogy তে Cat Woman এর চরিত্রে দেখেছিলাম। ব্যারনের ভয়েস যিনি দিয়েছেন Cary Elwes (ডাবিং ভার্সানে) এবং Yoshihiko Hakamada (অরিজিনাল ভার্সানে) দুজনের ভয়েস ই আমার কাছে ভীষণ রকম Manly লেগেছে😽🔥

আর মুটা র ভয়েস দিয়েছেন Peter Boyle প্রত্যেকেই just ফাটিয়ে দিয়েছেন। আমার কাছে মুভিটা অসাধারণ লেগেছে। হাকু, হাউল, জুয়েন এর পরে অ্যানিমে ক্রাশ হিসেবে আমি এই বিড়ালটাকে অর্থাৎ Baron Humbert von Gikkingen AKA “Baron” কে রাখবো। ওর ফাইটিং স্টাইল, বুদ্ধিমত্তা, চটপটে ভাব পুরোটা ই আমার কাছে ব্যাপক লেগেছে। আর হারুর হাসিটা খুব মিষ্টি 😍 আশা করি, আপনাদেরও মুভিটা ভালো লাগবে। Happy watching 😊😊

Source link