কখনও সামনাসামনি যুদ্ধ দেখিনি। গুরুজনদের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প অনেক শুনেছি। যুদ্ধের সময় কিভাবে মানুষ তার সর্বস্ব হারিয়েছে, আপনজনদের হারিয়েছে সেই কথা শুনলেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়।হোক সে মুক্তিযুদ্ধ বা বিশ্বযুদ্ধ, কোনও ধরনের যুদ্ধই কাম্য নয়।
যদি আমাদের দেশের মুক্তিযুদ্ধের কথাই বলি, সেক্ষেত্রে ত কেউ হারিয়েছেন তার মা, কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাইবোন, কেউ বা তার নিজেদের বাড়ি, আর অভাগী মেয়েগুলো হারিয়েছে তাদের সম্মান।
সবাইকেই কাউকে না কাউকে হারাতে হয়েছে। কিন্তু তবুও কি জীবন থেমে থাকে? জীবন-নদী বয়ে চলে তার আপন গতিতে।
অনেক মূল্যবান কিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে তার পাশে থাকা মানুষগুলোকে নিয়ে। যে মানুষগুলো বেঁচে আছে তাদের দিকে তাকিয়ে নতুন আশায় বুক বেঁধে জীবন শুরু করে। ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা, জীবন সংগ্রামে আবার লড়াই করা, হার না মানাহ্যাঁ, এটাই জীবন। আর এই প্রচেষ্টাগুলো থাকে বলেই জীবনটা এত সুন্দর।
আজ আমি কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বানানো এক মাস্টারপিস মুভি নিয়ে
Movie name : In this Corner Of The World
Genre : Animation, Art house & International, War, Family, Drama (PG-13)
Runtime : 129 minutes
MyAnimeList rating : 829/10
Rotten Tomato rating : 97%
IMDB rating : 78/10
Personal rating : 10/10
Year : 2016
Country : Japan
Language : Japanese, English
Writers : Sunao Katabuchi, Chie Uratani
Based on : In this Corner Of The World নামের একটা মাঙ্গা সিরিজ যেটা লিখেছেন Fumiyo Kōno
আগেই বলে রাখি মুভিটা কিন্তু আর পাঁচটা সাধারণ teen romance নিয়ে বানানো অ্যানিমে না। যারা teen romance জাতীয় অ্যানিমে দেখতে দেখতে বিরক্ত তাদের জন্য আমি বলবো যে প্লিজ এই মুভিটা দেখুন। এতে সেই বিরক্তিকর জিনিস টা পাবেন না।
পরিচালক Sunao Katabuchi অত্যন্ত দক্ষতার সাথে এক সদ্য বিবাহিতা নারীর চোখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, দেশপ্রেম, পারিবারিক দায়বদ্ধতা, ভালবাসার মানুষের জন্য আকুলতা, সামাজিক মূল্যবোধ এই দিকগুলো কে ফুটিয়ে তুলেছেন। Katabuchi-San এর এই একটা মুভি দেখেই আমি ত ওনার ভক্ত হয়ে গেছি। অসাধারণ স্ক্রিনপ্লে আর অসামান্য স্টোরিটেলিং বিশেষ করে যুদ্ধের শুরুর দিক থেকে শেষ অবধি প্রায় প্রতিটি দিনের ঘটে যাওয়া ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ;
মানুষের যে দুর্ভোগ আর আহাজারি সেটা অদ্ভুত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে মুভিতে
যারা War genre এর মুভি দেখতে ভালোবাসেন কিংবা অনেকেই আছেন যারা fantasy জাতীয় মুভি পছন্দ করেন না তাদের এই মুভিটা ভালো লাগবে আশা করি। আর আমি মনে করি, যারা ওতাকু (অ্যানিমে প্রেমী) তাদের জন্য এটা একটা মাস্ট-ওয়াচ মুভি।
এই মুভির কাহিনি মূলত আবর্তিত হয়েছে সুযু নামের এক সদ্য বিবাহিতা নারীকে নিয়ে, যার hidden talent হলো একবার দেখেই সে ছবি আঁকতে পারে। দাম্পত্য জীবনের নানান চড়াই উতরাই এর মধ্যে দিয়েই জীবন কাটছিল সুযুর। একটা ভালো শ্বশুর, এক পঙ্গু শাশুড়ি আর শুসাকু’র মতোন একটা ভালো স্বামী – এদের নিয়েই তার পৃথিবী। বাইরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, দেশে খাদ্যাভাব দেখা দিচ্ছে সেখানে ঘরের ভেতরে সুযু যেন এক নতুন বিশ্বযুদ্ধের লড়াইয়ে লিপ্ত হলো।
আর সেই লড়াই হলো এই যুদ্ধের দুর্দিনে তার পরিবারের সকলের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার লড়াই, সবার মুখে হাসি ফোটানোর লড়াই। এ যেন প্রতিটি নারীর জীবনের লড়াই, সে বাইরে যুদ্ধ হোক বা না হোক। কিন্তু সকলের মুখে হাসি ফোটাতে যেয়ে সুযুর জীবনে মহাবিপর্যয় নেমে আসবে না ত?!! এই মুভির জাপানি নাম হলো (この世界の片隅に), “Kono Sekai no Katasumi ni”
মুভিটা একটু স্লো মনে হতে পারে। তবে একটু শান্ত হয়ে ঠাণ্ডা মস্তিষ্ক নিয়ে দেখলেই এই মুভির আসল রস আস্বাদন করা যাবে। আর আমি মুভিটা বাংলা সাবটাইটেল দিয়ে দেখেছি। এর জন্য Team Okamiর আবির ভাই, মোস্তাকিম ভাই আর সুমাইয়া আপুই কে আমি মন থেকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা বিসাব উপহার দেওয়ার জন্য। আমার কাছে ভীষণভীষণ রকম ভালো লেগেছে। আশা করি, আপনাদেরও মুভিটা ভালো লাগবে। Happy watching 😊😊
Source link