আমি আগে বেশ কিছু অ্যানিমে আর মুভির রিভিউ দিয়েছি গ্রুপে। কিন্তু কখনও ড্রামা বা সিরিজের রিভিউ দেইনি। অনেকেই তাদের পছন্দ অপছন্দের ড্রামা বা সিরিজের রিভিউ দিয়ে থাকেন। তাই আজকে আমি আমার খুবই পছন্দের একটা সিরিজ সম্পর্কে আমার মতামত শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
অসাধারণ লেগেছে আমার কাছে সিরিজটা। কাহিনীটা যেমন ভালো লেগেছে, তেমনই প্রতি পর্বেই এত পরিমাণে টুইস্ট ছিল যে আমার রীতিমতো টেনশন কাজ করছিল। একটা পর্ব শেষ হলেই মনে হয়েছে ইশ পরের পর্বে কি হবে? নানান প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছিল আর সেই প্রশ্নগুলোর উত্তর জানতে পরের পর্ব না দেখে থাকা বেশ কষ্টসাধ্য ছিল, অন্তত আমার জন্য ত বটেই। সিরিজটা শেষ করার পরে যেন মনে হলো সব প্রশ্নের উত্তর একেবারে পেয়ে গেছি। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল।
- Series name: The Eternal Love | “双世宠妃” (Shuang Shi Chong Fei)
- Genre: Romance, Time travel, Comedy, Historical, Adventure, Fantasy (হালকা 18+)
- Seasons: 2 (যদিও এই পোস্টে আমি প্রথম সিজন নিয়েই কথা বলবো)
- Episodes: 24
- Runtime: about 35 minutes per episode
- MyDramaList rating: 83
- IMDB Rating: 73
- Personal rating: 9
- Year: 2017
- Country: China
- Language: Mandarin
- Director: Tak Yuen
- Writer: Yang Shiye
Based on : ‘Bao Xiao Chong Fei: Ye Wo Deng Ni Xiu Qi’ (“爆笑宠妃:爷我等你休妻”) নামের একটা উপন্যাস যেটা লিখেছেন “Fan Que”
এবার সিরিজটার কাহিনি সম্পর্কে অল্প একটুখানি ধারণা দেই
আমি মনে করি, যারা একটু রোমান্টিক, time travel এবং রহস্য টাইপের মুভি বা সিরিজ দেখতে ভালোবাসেন, তাদের অবশ্যই সিরিজটা ভালো লাগবে। অনেকেই নিশ্চয়ই জাপানি বিখ্যাত অ্যানিমে Your name দেখেছেন। সেখানে আমরা কি দেখি? তাকি আর মিতসুহা অর্থাত্ একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বডি সুইচিং হয়। আর এই সিরিজেও এরকম বডি সুইচিং এর ঘটনা আছে। কিন্তু এখানে ছেলের সঙ্গে মেয়ে না, বরং দুটো মেয়ের মধ্যে সুইচিং টা হয়েছে। কিভাবে?
বলছি Dongyue (“ডঙউই”) সাম্রাজ্যের মো বংশীয় তিনজন রাজপুত্র Mo-YiHuai (“মো ইহুয়াই” যিনি জ্যেষ্ঠ রাজপুত্র), Mo-LianCheng (“মো লিয়ানছেং” যিনি অষ্টম রাজপুত্র, ইনিই এই সিরিজের হিরো) এবং Mo-JingXuan (“মো জিংজুয়েন” যিনি চতুর্দশ এবং সর্বকনিষ্ঠ রাজপুত্র)। এদের মধ্যে জ্যেষ্ঠ রাজপুত্র এবং তাদের মন্ত্রীর ছোটমেয়ে Qu-Tan’er (“চু থার” aka “থার”, ইনিই আমাদের হিরোইন) দুজন দুজনকে পাগলের মতোন ভালোবাসত।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, পরিবারের মুরুব্বিদের চাপে জ্যেষ্ঠ কুমার মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা Qu Pan’er (“চু ফাঁর” aka “ফাঁর”, এই সিরিজের সবথেকে বেকুব খলনায়িকা🐸) কে বিয়ে করতে বাধ্য হয়। এই শোক সইতে না পেরে থার আত্মহত্যা করার চেষ্টা করে। ঠিক ঐ একই সময়ে অন্য আরেক ডাইমেনশনের আধুনিক স্মার্ট এক মেয়ে XiaoTan (“শিওতান” যে হুবহু থার এর মত দেখতে) কোনও কারণে মাথায় আঘাত পায় এবং শিওতান থার এর সঙ্গে বডি সুইচিং করে।
এই দুটো মেয়ের আত্মা কোনো একটা নির্দিষ্ট কারণে বডি সুইচিং করছিল, অবশ্য সেই কারণটা পরে reveal হবে। এদিকে অষ্টম রাজপুত্রের সঙ্গে থার এর বিয়ে হয়ে যায়। যদিও প্রথম প্রথম অষ্টম রাজপুত্র শিওতান কে মেনে নিতে পারছিল না। কিন্তু আধুনিক মনমানসিকতা সম্পন্ন শিওতানের মজার মজার কার্যকলাপে অষ্টম রাজপুত্র আস্তে আস্তে ভালোবেসে ফেলতে থাকে।
অষ্টম রাজপুত্র আস্তে আস্তে ভালোবেসে ফেলতে থাকে
আবার যখন থার সুইচিং করছিল তখন সে মো-ইহুয়াই এর জন্য কেঁদে ভাসায়। একই নারী শরীরে দুই রকম ব্যক্তিত্ব সম্পন্ন আত্মা সুইচিং করতে করতেই দুই রাজপুত্রের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছিল। কিন্তু কেন এই দুই মেয়ে সুইচিং করছিল?
মো লিয়ানছেং কি কখনও জানতে পারবে পারবে এই সুইচিং এর ব্যাপারে? কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মত মো-লিয়ানছেং এর জীবনের এক অজানা রহস্য বেরিয়ে আসবে না ত?
নাহ্আর বলবো না। স্পয়লার হয়ে যাবে। চাইলে সিরিজটা ইউটিউবে দেখে নিতে পারেন😊😊। আর এই সিরিজে যারা অভিনয় করেছেন, বিশেষ করে থার/শিওতান এর চরিত্রে Liang Jie; মো লিয়ানছেং এর চরিত্রে Xing Zhao Lin(he’s one of my crush😌😌) আর মো ইহুয়াই/মো ইফেঙ এর চরিত্রে Wang Rui Chang আমি মনে করি এদের প্রত্যেকেই তাদের বেস্ট টা দিয়েছেন।
তারা দেখতে যেমন কিউট, তেমনই তাদের বডি ল্যাঙ্গুয়েজ + এক্সপ্রেশন অসামান্য ছিল। তবে সব সিরিজই যে flawless হবে এমন ত হতেই পারে না। সবকিছুরই কোনো না কোনো খুঁত থাকে। আর এই সিরিজটাও তার ব্যতিক্রম নয়। যেমন, চতুর্দশ রাজপুত্রের হেয়ার স্টাইল আর ড্রেসআপ টা আমার অত একটা ভালো লাগেনি।
কিন্তু তবুও সিরিজের ওভারঅল স্টোরি আর অভিনেতা অভিনেত্রীদের প্রত্যেকের অসাধারণ অভিনয়ে সেই খুঁত টা কে ছাপিয়ে গেছে। লো বাজেট নিয়ে সিরিজটা এতটা হিট হবে সেটা হয়তো এই সিরিজের নির্মাতারাও ভাবতে পারেননি। এটা আমার ভীষণ পছন্দের একটা সিরিজ। আশা করি, আপনাদেরও সিরিজটা ভালো লাগবে।
Source link