একজন সত্যিকারের শিক্ষকের আসল কর্তব্য কি? ছাত্রছাত্রীদের শুধু কারিকুলাম অনুযায়ী দু’চার কথা পরীক্ষার জন্য পড়িয়ে দিলেই কি তার দায়িত্ব শেষ? না। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের কে জীবনের সঠিক পথের সন্ধান দিয়ে সেই পথে চলতে উদ্বুদ্ধ করেন। প্রতিটি মানুষের হৃদয়ে যেমন মায়া মমতা ভালবাসার মতোন এক উজ্জ্বল দিক থাকে, ঠিক তেমনই হিংসা ক্রোধ প্রতিশোধ প্রবণতার মতোন অন্ধকারও থাকে।
শিক্ষার্থীকে মানুষের মতোন মানুষ করে তোলাতেই যে তার আনন্দ
যিনি একজন সত্যিকারের শিক্ষক তিনি তার শিক্ষার্থীদেরকে সেইসব মনের অন্ধকার দূর করে তাকে আলোর পথে এগিয়ে নিয়ে থাকেন। আর সেটা করতে গিয়ে কখনও কখনও শিক্ষকদের কে চরম মূল্যও দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু সবটুকু বিলিয়ে দিয়ে শিক্ষার্থীকে মানুষের মতোন মানুষ করে তোলাতেই যে তার আনন্দ!!
- Name: The Boy And The Beast
- Genre: Animation, Fantasy, Comedy, Family
- Runtime: 2 hours
- MyAnimeList Rating: 84/10
- Rotten Tomato Rating: 90%(fresh)
- IMDB rating: 77/10
- Personal rating: 10/10
- Year: 2015
- Country: Japan
- Language: Japanese, English
- Director : Mamoru Hosoda
তবে এক্ষেত্রে এই শিক্ষাদানের ব্যাপারটা একতরফা হলেও কিন্তু চলে না। শিক্ষার্থীকেও তার শিক্ষকের প্রতি আস্থা রেখে কঠিন অধ্যবসায় আর পরিশ্রম করতে হয়। মনের মধ্যে যদি কিছু শেখার আগ্রহ ই না থাকে শিক্ষক যত ভালোই শিক্ষা দেন না কেন, সেটা শিক্ষার্থীর মনে গিয়ে পৌঁছায় না।
এই অ্যানিমে টা আমি যখন দেখছিলাম তখন কেবলই বারবার আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রিয় কিছু শিক্ষক শিক্ষিকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার জীবনে যদি তাঁদের স্নেহ ভালবাসায় পরিপূর্ণ শাসন আর সঠিক শিক্ষা না থাকত, তাঁদের অনুপ্রেরণা না থাকত, আমি হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আজকের এই রিভিউ আমি আমার সেইসব শিক্ষক শিক্ষিকাদের কে উৎসর্গ করতে চাই, যাদের নিঃস্বার্থ অবদানের জন্য আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি।
আমি তাঁদের প্রতি শ্রদ্ধাভরে সম্মান জ্ঞাপন করছি। হয়তোবা আজকে teacher’s day না। কিন্তু আমি মনে করি, শিক্ষকদের সম্মান জানানোর জন্য কোনও নির্দিষ্ট দিন বরাদ্দ থাকে না। সম্মান বা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য হলে ত প্রতিটি দিনই teacher’s day হয়ে যায়।
এবার এই অ্যানিমের সম্পর্কে একটুখানি কথা বলি
সদ্য মা হারা একটা বাচ্চা Ren, তার বজ্জাত নানা নানীর মিথ্যে শাসন আর অত্যাচার থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যায়। জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে সবাইকেই ঘেন্না করতে শুরু করে রেন। আর তখনই পালাতে পালাতে একটা নির্জন গলিতে এসে উপস্থিত হলে দুই ব্যক্তি এসে উপস্থিত হয়।
কিন্তু একি! সে দেখি কোনও মানুষ না, পশুর মতো দেখতে 😨 ঐ লোকটার পিছনে ছুটতে ছুটতে রেন এক অদ্ভুত জায়গায় এসে হাজির হয়, যেখানে সবাই পশু। সহায় সম্বল হীন একটা নিরীহ বাচ্চা কি এরকম অদ্ভুত একটা জগতের সাথে তাল মিলিয়ে চলতে পারবে কখনও? ঐ পশুর মতোন দেখতে ঐ লোকটা আসলে কে? উঁহু আর বলবো না। নিজেই দেখে ফেলুন।
মুভিটার জাপানি নাম হলো “Bakemono no Ko” (バケモノの子) যার আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় “পশুর সন্তান”। নাম শুনলেও মুভিটা সম্পর্কে কিঞ্চিত আগ্রহ তৈরি হয়।
সবসময় হার মানাটাই জীবন না। বরং, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়াই জীবন। আর এই জিনিসটা খুবই ভালো করে দেখানো হয়েছে এই অ্যানিমেতে। অনেক ত মুভি দেখলাম, কখনও মা এর প্রতি সম্মান দেখানো হয়, কখনও বাবার প্রতি, কখনও বন্ধুত্ব কে গুরুত্ব দেওয়া হয়।
কিন্তু এই অ্যানিমে তে এক সত্যিকারের শিক্ষক আর এক নিষ্ঠাবান শিক্ষার্থীর পরিচয় তুলে ধরা হয়েছে। just mind blowing! 👌👌 পরিচালক ‘মামোরু হোসোদা’-সান কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা মাস্টারপিস আমাদের কে উপহার দেওয়ার জন্য। সেরা পাঁচ অ্যানিমের মধ্যে আমি এই মুভিটাকে রেখেছি। যেমন অসামান্য স্টোরিটেলিং একটা ব্যাপার আর সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে অদ্ভুত সুন্দর হয়েছে।
আমার কাছে মনে হলো, এই মুভির imdb রেটিং আরও বেশি হওয়া উচিত। 77 isn’t enough for this masterpiece মুভিটা ভালোই underrated😑😑 আমার কাছে ভীষণভীষণ রকম ভালো লেগেছে। আশা করি, আপনাদেরও মুভিটা ভালো লাগবে। Happy watching 😊😊
Source link