Subtitles

এই এনিমি টা দেখলে অনেক কিছু শিখতে পারবেন – EMSubtitle

এটা কোনও রিভিউ পোস্ট না। শুধু “নিজের মতামত” টুকু ই প্রকাশ করছি মাত্র। ভুলভ্রান্তি থাকলে নিজের অজ্ঞতার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে আমার কাছে মনে হলো মুভিতে মোট তিনটে ডাইমেনশন দেখানো হয়েছে।

ধরি, ক ডাইমেনশনে মিতসুহা (আমি মিতু বলেই ডাকি ওকে) নিজের লাইফ নিয়ে বেশ বিরক্ত, সে সবসময়ই চায় পরের জন্মে টোকিওর বুকে একটা সুদর্শন ছেলে হয়ে জন্মাতে। তারপরই সে তার শরীর বদল করে খ ডাইমেনশন এর তাকি র সাথে।
আবার খ ডাইমেনশন এর মিতু শরীর বদল করে গ ডাইমেনশন এর তাকি র সাথে।

একই ঘটনা বাকি সব ডাইমেনশনেও হতে থাকে

আবার গ ডাইমেনশন এর মিতু ক ডাইমেনশন এর তাকি র সাথে। কিন্তু যেহেতু ওদের টাইমলাইন আলাদা(স্পেশালি তিন বছর) সেহেতু ক ডাইমেনশন এর মিতু যখন ক ডাইমেনশন এর তাকি র সাথে দেখা করে তখন তাকি মিতু কে চিনতে পারে না। একই ঘটনা বাকি সব ডাইমেনশনেও হতে থাকে।

কিন্তু যেহেতু তাকি মিতু কে তখন চিনতে পারে না তখন মিতু তার মাথার সুতা খুলে তাকিকে দেয়। বাড়ি ফিরে মিতু নিজের চুলগুলো কেটে ফেলে। আর সন্ধ্যায় ধুমকেতু দেখতে চলে যায় আর সেখানে ধুমকেতুর আঘাতে মারা যায়।
কিন্তু ক ডাইমেনশনের তাকি যখনই গ ডাইমেনশন এর মিতুর সাথে শরীর বদল করতে থাকে আর তখনই হঠাত্ করেই এই বদল থেমে যায়।

এদিকে তাকি যখন মিস ওকুদেরার সাথে একটা exhibition এ যায় তখন জানতে পারে যে ইতোমোরি গ্রাম ধুমকেতু পড়ে শেষ হয়ে গেছে। বুকের মধ্যে কোথাও একটা চিনচিনে ব্যথা হতে থাকে তাকি র। অনেক খোঁজ খবর নিয়ে তাকি জানতে পারে যে মিতু ত মারা গেছে। যেহেতু ভিন্ন ডাইমেনশন এর মিতু মারা গেছিল তাই তার করা প্রতিটা কাজ বদলে যায়, অর্থাত্ ফোনের ডায়েরি রিমুভ হয়ে যায়।

ওরা একে অন্যের নাম ভুলে যেত

তখন তাকি মিতুকে বাঁচানোর জন্য ইতোমোরি গ্রামে যেয়ে সেই কুচিকামিসাকে খেয়ে গ ডাইমেনশনের মিতুর সাথে শেষবারের মতো শরীর বদল করে আর মিতু আর বাকি অন্যান্য সবাইকে বাঁচানোর চেষ্টা করে। তারপর যখন সে টের পায় যে সে মিতুর শরীরে আছে তখন সে তাকি রুপী মিতুকে দেখবার জন্য রুদ্ধশ্বাসে সেই পাথরের টিলার উপরে যায় আর দুজন দুজনের সাথে দেখা করে।

তখন মিতুর আত্মা মিতুর মধ্যে চলে যায় আর তাকির আত্মা তাকির মধ্যে চলে যায়। যেহেতু ওরা একে অন্যের নাম ভুলে যেত সেজন্যই ওরা একজন অন্যের হাতে নিজেদের নাম লিখে দেওয়ার পরিকল্পনা করে আর তখন তাকি মিতুর দেওয়া সুতা মিতুকে ফিরিয়ে দেয়। তাকি মিতুর হাতে নিজের নামের বদলে তার মনের ভালবাসার কথা লিখে দেয়।

কিন্তু মিতু কিছু লেখার আগেই কাতাওয়ারেদোকি বা গোধুলি শেষ হয়ে যায়। আর দুই ডাইমেনশন এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ ওদের মধ্যেকার ঐ লালসুতোই ছিল ওদের সংযোগ এর মূল কারণ। তারপর গ ডাইমেনশন এর মিতু বহু কষ্টে ধুমকেতুর হাত থেকে বেঁচে যায়। এদিকে ক ডাইমেনশন এর তাকি আবার গ ডাইমেনশনের মিতুর নাম ভুলে যায়। মনে করার চেষ্টা করেও পারে না।
এই একই ঘটনা অন্য ডাইমেনশনেও হতে থাকে এবং তারা আবার নাম ভুলে যায়।

বাকিটা দর্শক নিজেই কল্পনা করে নিক

অবশেষে পাঁচ বছর পরে আবার যখন ওদের দেখা হয় তখন দুজন দুজনকে দেখে চেনাচেনা বোধ করে। আর লাস্টের দিকে যখন ওদের আবার দেখা হয় তখন ওরা একই ডাইমেনশন এ থাকে। আর তখন তাকি মনের টানেই জিগ্যেস করে বসে,
“Excuse me, আপনার সাথে কি আমার আগেও দেখা হয়েছে?” তখন মিতুও এক অজানা খুশির আবেগে কেঁদে ফেলে আর উত্তর দেয়, “আমারও আপনাকে চেনাচেনা লাগছে” তারপরই দুজন একসঙ্গে বলে ওঠে “Kimi no namae wa…..(আপনার নামটা যেন কি….)

অন্য বার ত ভিন্ন ডাইমেনশনে থাকে সেজন্য নাম ভুলে যেত। কিন্তু এবার আর ভুলবে না। যদিও ভোলে ত জাপানে গিয়ে শিনকাই কে ঠাস করে দুই ঘা👊👊 মেরে আসবো😤😤 তারপর আবার এদের কে weathering with you তে ও দেখা গেছে। ঐ অ্যানিমেটা দেখিনি। দেখলে হয়তো কিছু বলতে পারতাম।

Source link